Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাফাল নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিতে রাহুল গান্ধীকে সুপ্রিমকোর্টে তলব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


রাফাল যুদ্ধবিমান ক্রয় নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

এখন আগামী সাত দিনের মধ্যে উত্তর দিতে হবে রাহুলকে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সোমবার এক রুল জারি করে সুপ্রিমকোর্ট বলেছেন, রাফালে নিয়ে রায় দেয়ার পরও তা ভুলভাবে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন।

রাহুল বলেছেন ‘চৌকিদার চোর হ্যায়’। এরই বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তারই শুনানিতে রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছেন শীর্ষ আদালত। খবর এনডিটিভির।

এদিন শুনানির সময় সুপ্রিমকোর্টের প্রধান বিচারক রঞ্জন গগৈ বলেন, এমন কিছু কথা বলা হয়েছে, যেগুলো আমরা বলিনি।

বিজেপি সংসদ সদস্য মীনাক্ষী লেখি রাহুল গান্ধীর বিরুদ্ধে এ আবেদন দাখিল করেছিলেন, সেই আবেদন নিয়েই সোমবার সুপ্রিমকোর্টে শুনানি হয়। আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২২ এপ্রিল এর তারিখ ঠিক করেছেন।

এর আগে সুপ্রিমকোর্ট রাফাল বিমান চুক্তি নিয়ে দায়ের করা পুনর্বিচারের আবেদনে শুনানি করার সময় বলেছিলেন, চুরি যাওয়া গোপনীয় নথিগুলোকেও আদালত স্বীকার করবে।

Bootstrap Image Preview