রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন রাবি শাখা ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবেল হোসেনকে সভাপতি ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী পাপিয়া খাতুন মুন্নিকে সাধারণ সম্পাদক করা হয়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) কেন্দ্র থেকে পিডিএফ এর প্রতিষ্ঠাতা মিজানুর রাহমান কিরণ ও টিম লিড ইউথ নাজমুস সাকিব স্বাক্ষরিত কমিটি গঠন করে পাঠানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ ইসলামিক স্টাডিজ বিভাগের মোজালদুলাল ইসলাম, দফতর সম্পাদক মিজানুর রহমান, সহকারী দফতর সম্পাদক ইমরান হাসান, প্রচার সম্পাদক আরিফ আহমেদ, সহকারী প্রচার সম্পাদক তুহিন আহসান, মহিলা বিষয়ক সম্পাদক তনু খাতুন, ক্রিড়া বিষয়ক সম্পাদক লিটন মৃধা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আল মাফিক, উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইমরান সিদ্দিক।