রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন রাবি শাখা গন্তব্য ইয়্যুথ ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম শান্তকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) গন্তব্য ইয়্যুথ ফাউন্ডেশনের কেন্দ্র থেকে অনুমতিপূর্বক এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি আফরোজা পারভীন ইমা, যুগ্ম সাধারণ সম্পাদক (১) আহসানুল কারীম, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মুস্তফা বিন ইসমাইল, কোষাধ্যক্ষ মোহাইমিনুল ইসলাম কাজমী, দফতর সম্পাদক রেজওয়ান তৌফিক, প্রচার সম্পাদক আরমান মাহবুব, সহ-প্রচার সম্পাদক নূরন্নবী জনি, ক্রিয়া বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আকাশ, ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক লিমন শাহরিয়ার, সহ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. নুরে আলম নূর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শরীফ শুভ এবং সদস্য শাওন আহমেদ, মাহমুদুল হাসান, হানিফ মাহমুদ তাহির।
উল্লেখ্য, সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অবস্থার উন্নয়নের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির অনুমতিপূর্বক এ কমিটি গঠন করা হয়।