Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হোঁচট খেল রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০১:৩৪ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview


সোমবার লা লিগায় আবার পয়েন্ট খোয়াল লিগে টেবিলের ৩ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ। এদিন প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলের ড্র করে ফিরেছে তারা। রিয়ালের হয়ে করিম বেনজেমার সমতাসূচক গোলের আগে লেগানেসের হয়ে শুরুতে স্বাগতিকদের গোলটি করেন সিলভা।

এতে লা লিগায় প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো লেগানেস।ডিসেম্বরে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে লেগানেসের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল রিয়াল।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ‍ছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শেষ দিকে গোল করে এগিয়ে যায় লেগানেস। ব্রেইথওয়েটের পাস থেকে জোরালো শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ডিফেন্ডার সিলভা।

বিরতি থেকে ফিরে গোল পরিশোধ করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫১ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। মদ্রিচের পাস থেকে বেনাজেমার শর্ট লেগানেস গোলরক্ষক প্রথম দফায় থামাতে পারলেও ফিরতি বল পেয়ে গোল করেন বেনজেমা। এরপর আর কোন পক্ষই গোল বের করতে পারেনি। 

লিগে এ ড্রয়ের পর ৩২ ম্যাচে ১৯ জয় ও চার ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৪।

Bootstrap Image Preview