ভারতে চলছে লোকসভা নির্বাচন। এই ভোট নিয়ে নানা জনের নানা পরিকল্পনা। দেখা গেছে কিছু ব্যতিক্রমী কাজও। হাতে ভোটের কালির দাগ দেখাতে পারলেই মিলবে স্যানিটারি ন্যাপকিনসহ আরো অনেক আকর্ষণীয় উপহার। যার মধ্যে রয়েছে হিন্দুদের শাঁখা-পলা, মুসলিমদের শীতলপাটিও।
শুধু তা–ই নয়, থাকছে সোনার গয়নাতেও ছাড়! আর এই উদ্যোগ নিয়েছেন বিশেষ সম্মাননা পাওয়া ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ক্যাডার অফিসার কীর্তি জালি। কোন উদ্দেশ্য থেকে নয় ভোটারদের সহযোগিতা করাই এই নারীর ব্রত।
বর্তমানে ভারতের হাইলাকান্দির জেলা শাসক কীর্তি জালি। তার চেষ্টা এই নির্বাচনকে শুধু অবাধ বা শান্তিপূর্ণ রাখাই নয়, সবার অংশগ্রহণে নির্বাচনকে সর্বজনীন করে তোলা।
কীর্তি জালি নিজেই বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেছেন ভোটের। না, কোনো দলের হয়ে নয়। তার কথা, ‘যাকে খুশি ভোট দিন। কিন্তু ভোটটা দিন। ভোটদান জরুরি।’
কীর্তি জালি জানিয়েছেন, ভোটারদের সংস্কারের কথা মাথায় রেখেই এই বন্দোবস্ত। তার মতে, গণতন্ত্রের জন্যই সবার অংশগ্রহণ সবচেয়ে জরুরি। তাই তিনি গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে শামিল করতে চান সবাইকে।
ভোটারদের আকৃষ্ট করতে তাই অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন হাইলাকান্দির এই নারী জেলা শাসক। ইতিমধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আবেদন করেছেন ভোটারদের বুথমুখী করতে প্রয়াসী হতে।
কীর্তি জালির ডাকে সাড়া দিয়ে হাইলাকান্দি জেলার স্বর্ণ ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন, ভোট দেওয়ার চিহ্ন হিসেবে আঙুলে যে কালির দাগ লাগানো হয়, সেটা দেখালেই মিলবে সোনার গয়নার মজুরিতে ১৫ শতাংশ ছাড়।
শুধু তা–ই নয়, হাইলাকান্দিতে মুসলিম–অধ্যুষিত এলাকায় আটটি বুথ করা হয়েছে শুধু নারীদের জন্য। বুথ পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বেও থাকছেন নারীরাই।