চীন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং।
তিনি বলেছেন, ল্যাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অবমাননাকর উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন এবং বেইজিং তা প্রত্যাখ্যান করছে।
চীনের এই কর্মকর্তা আরও বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ল্যাতিন আমেরিকাকে নিজের বাড়ির পিছনের উঠান হিসেবে ব্যবহার করেছে।
এ অঞ্চলের বহু দেশের সরকার উৎখাত করেছে আমেরিকা এবং এখনো প্রতিনিয়ত এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। ল্যাতিন আমেরিকার দেশগুলো এখন একথা উপলব্ধি করতে শুরু করেছে যে, তাদের প্রকৃত বন্ধু কে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি ল্যাতিন আমেরিকার তিন দেশ চিলি, প্যারাগুয়ে ও পেরু সফরকালে অভিযোগ করে বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আর্থিক সহযোগিতা দেয়ার মাধ্যমে চীন ওই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
পম্পেও আরও বলেন, চীনা অর্থনৈতিক হস্তক্ষেপে ভেনিজুয়েলা ধ্বংস হয়ে যাচ্ছে।