Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে ট্রাক-বাস সংঘর্ষে আহত ৪

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


রাজধানীর ধামরাইয়ে বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৪ যাত্রী।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।

স্থানীয়রা জানায়, দুপুরে ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী নীলাচল নামের যাত্রীবাহি বাসের সঙ্গে মানিকগঞ্জগামী আন্তঃজেলা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকের চালকসহ বাসের কয়েকজন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) লুতফর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি। বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview