Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. মিজানুর রহমান (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম ও বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন।

ঘটনাটি ঘটেছে উপজেলার জোয়ানপুর ফকিরপাড়া গ্রামে। এ ঘটনায় ওই যুবকের পিতা আলহাজ্ব মো. আব্দুল জব্বার বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব-বিরোধের জের ধরে গত ১৪ এপ্রিল বেলা ১১টায় আব্দুল জব্বারের বাড়ির সামনের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিপক্ষের লোকজন জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা চালায়। স্থানীয়রা বাঁধা দিলে সে সময় তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে ওইদিন দুপুরে আব্দুল জব্বারের ছেলে মিজানুর রহমান নিজ বাড়ির সামনের রাস্তায় গেলে একই গ্রামের মৃত আয়েজ উদ্দীনের পুত্র মোতাহার হোসেন (৫৫) ও তার দুই ছেলে এরশাদুল (৩২), রাজিকুল বারী ওরফে রিমন (৩৮) এবং তাদের সহযোগীরা পূর্ব-পরিকল্পিতভাবে তাকে বেধড়ক মারপিট ও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে।

খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview