Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নাঈম ইসলাম, সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview


সাভারে এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিসহ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয় আজিম গ্রুপের প্রায় ৫০০ শ্রমিক।

এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, প্রতি মাসে আজিম গ্রুপের মালিকানাধীন জেকে ও গ্লোবাল ফ্যাশনসহ অপর কারখানা কতৃপক্ষ নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করে কালেক্ষপণ করে। এমনকি বেইমানিভাবে কয়েক ধাপে মাসিক বেতন প্রদান করা হয় তাদের। অনেকবার এ ব্যাপারে অভিযোগ করেও কোন ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ।

সর্বশেষ বকেয়া এক মাসের বেতনের দাবিতে গত সোমবার কর্মবিরতি পালন করেন তারা। পরে আজ সকালে কারখানায় এসে পুনরায় কারখানার সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।

এ সময় পুলিশ শ্রমিকদের উপর অতর্কিত গরম পানি নিক্ষেপ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার স্ট্যান্ড এলাকায় দুপুরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশের আশ্বাসে প্রায় ১ ঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে সড়কটিতে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ তাকে। পরে আগামী ২ মে মালিকপক্ষের বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

Bootstrap Image Preview