Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয় পেতে পাকিস্তানে ফের হামলা চালাতে পারে মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নির্বাচনে ভরাডুবি থেকে রক্ষা পেতে বিজেপি যে কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। নির্বাচনে জয় পেতে মোদি পাকিস্তানে ফের হামলা চালাতেও পারেন বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার অধিকৃত কাশ্মীরে এক নির্বাচনী সভায় বক্তৃতাকালে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এসব অভিযোগ করেন।

নরেন্দ্র মোদির সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে মেহবুবা বলেন, নিজের ব্যর্থতা ঢেকে নির্বাচনে জনগণের সহানুভূতি পেতে মোদি আবার বালাকোটের মতো পাকিস্তানে হামলা চালাতে পারে।

সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের কোণঠাসা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে সোমবার মেহবুবা মুফতির গাড়িবহরে পাথর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মেহবুবার কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার বহরে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ওই গাড়ির চালক।

সোমবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকার এ ঘটনা ঘটে।

সূত্র: গ্রেটার কাশ্মীর

Bootstrap Image Preview