Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে স্থগিত হওয়া কেন্দ্রের ভোটগ্রহণ বুধবার

গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রথম দফায় গত ১০ মার্চ অনুষ্ঠিত হওয়া পৌর এলাকার সুলতাগঞ্জ আল জামিয়াতুল সালাফিয়া আলিম মাদ্রাসার কেন্দ্রের স্থগিত হওয়া ভোটকেন্দ্রে ‍পুনরায় ভোটগ্রহণ হবে আগামী ১৭ এপ্রিল (বুধবার)।

গোদাগড়াী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত মার্চ গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সুলতানগঞ্জ আল জামিয়াতুল সালাফিয়া আলিম মাদ্রাসায় ভোট কারচুপির অভিযোগে ভোট কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে বিপুল ভোটে এগিয়ে থাকায় নৌকার মনোনিত প্রার্থীর ভোটগ্রহণ করা হবে না। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে থাকা টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল মালেক ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তালা প্রতীকের মোঃ শফিকুল ইসলাম সরকারের মধ্যে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য, ওই কেন্দ্রের মোট ভোটার ২৩৮৪। টিউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল মালেক ওই কেন্দ্র ছাড়াই ১৮৮৩ ভোট পেয়ে এগিয়ে আছে।

আব্দুল মালেক জানান, আমি অনেক ভোটে এগিয়ে আছি আমিই বিজয়ী হবো বলে আশা প্রকাশ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্নন্ন করা হয়েছে। এতে ১ জন ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি ও আনসার পুলিশ নিয়োজিত থাকবে। সকাল ৮টা হবে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে।

Bootstrap Image Preview