বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস। এত দিনের চলচ্চিত্র ক্যারিয়ারে বেশ অনেক গুলো কলকাতার ছবিতে অভিনয় করেছেন তিনি। আর তাইতো বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় তিনি।
কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গত রোববার ভারতে চলমান লোকসভার নির্বাচনী অংশ নিয়ে ছিলেন ফেরদৌস। আর তাতেই চটেছে বিজেপি। তাকে ভিসার নিয়ম লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা উচিত বলে দাবি করছে বিজেপি।
এদিকে মঙ্গলবার জানা যায়, মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগে তার ভিসা বাতিল করা হয়েছে। তাকে দেশে ফিরে যেতে বলেছে বাংলাদেশ হাইকমিশন।
শোনা যাচ্ছে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন নায়ক ফেরদৌস। অভিযোগ প্রমাণ হলে ৫ বছরের জেল ও জরিমানাও হতে পার তার।
উল্লেখ, পশ্চিমবঙ্গের রায়গঞ্জে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সমর্থনে একটি রোডশো করেন ফেরদৌস। সঙ্গে ছিলেন টলিউডের নায়ক অঙ্কুশ ও নায়িকা পায়েল। শুধু রোডশো করেননি, তৃণমূল প্রার্থী কানাইয়ালাকে ভোট দেওয়ার আহ্বানও জানান এই বাংলাদেশি তারকা।