Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পার্টি অফিসেই মহিলা নেত্রীকে ধর্ষণচেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১০:৪৪ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১০:৪৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক বিজেপি নেতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ উঠেছে। অভিযোগ বলা হয়েছে, রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসে এক দলেরই মহিলা নেত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বিজেপির ওই প্রবীণ নেতা।

অভিযুক্ত বিজেপি নেতার নাম রাখাল রঞ্জন সাহা। রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসের অফিস সম্পাদক তিনি। রীতিমতো শোরগোল পড়ে গেছে এই ঘটনায়।

বিজেপির ওই মহিলা নেত্রীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাতের দিকে ভোট প্রচারের কিছু জিনিস নিতে তিনি পার্টি অফিসে যান। তখন একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন অফিস সম্পাদক রাখাল রঞ্জন সাহা। কোনোরকমে তিনি ওই জায়গা থেকে পালিয়ে আসেন।

ওই মহিলার আরো অভিযোগ, ঘটনার পর গোটা বিষয়টি তিনি বিজেপির দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলার সভাপতি জগন্নাথ সরকার-সহ দলের শীর্ষ নেতাদেরও জানিয়েছিলেন। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য, অনেক টালবাহানার পর রানাঘাট কেন্দ্রে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তার কথায়, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার বয়স সত্তর পেরিয়ে গেছে। খোঁজখবর না নিয়ে কিছু বলতে পারব না।

Bootstrap Image Preview