Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নামাযের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পেলেন মার্কিন নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview


‘প্লেসেস ইউ উইল প্রে’ শিরোনামের ফটো সিরিজের জন্য গোল্ডজিহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন এক মার্কিন তরুণী। সানা উল্লাহ নামের এই ফটোগ্রাফার পাবলিক প্লেসে নামাজরত লোকদের ছবি তুলে এই পুরস্কার লাভ করেছেন। 

মুসলিম-আমেরিকানদের জীবনভিত্তিক বিভিন্ন ছবির স্বীকৃতি হিসেবে এই গোল্ডজিহার পুরস্কার দেওয়া হয়ে থাকে। 

বিজয়ীকে এই পুরস্কারের সঙ্গে প্রাইজমানি হিসেবে পাঁচ হাজার ডলারও দেয়া হয় । আগামী ২ মে ওয়াশিংটন ডিসি’র জাতীয় প্রেসক্লাবে পুরস্কার প্রদান করা হবে।

সানা বলেন, আমার ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে; মার্কিনি মুসলিমদের সমালোচনা করা হচ্ছে। আর এই বৈরি পরিস্থিতিতে আমার পুরস্কার অর্জন বিশেষ গুরুত্ব বহন করে। 

জানা গেছে, ২০১৭ সালে নিউ মিডিয়া ফটো জার্নালিজম বিষয়ে স্নাতকোত্তর করেছেন সানা উল্লাহ। হাফিংটন পোস্ট, ফিউশন, কোয়ার্টজসহ অনেক সাইটে প্রকাশিত হয় সানার তোলা ছবিগুলো।

Bootstrap Image Preview