ভালোবাসা মানুষের জীবনে অনেক কিছু দেয়। আবার এই ভালোবাসা পরিনতি মানুষকে অনেকে খারাপ কিছু করে। এ ধরণের পরিস্থিতির স্বীকার হয়ে অসহায় হয়ে পড়েন। রাগের মাথায় অথবা না ভেবেচিন্তে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলার পর অনেক সময় সেই সিদ্ধান্তকে ভুল মনে হয়।
এমনটি ঘটেছে ভারতে অহমদাবাদে। গত ১২ এপ্রিল শৌচালয় থেকে ফেরার সময় আচমকাই মঞ্জুর সামনে এসে দাড়ায় কেশব। তার সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চায় না বলে জানিয়ে দেন মঞ্জু। এ কথা শুনে রেগে লাল হয়ে মঞ্জুর নাকে কামড়ে দেয় কেশব।
২ বছর ধরে কথা বলছেন না প্রাক্তন প্রেমিকা। রাগে তার নাক কামড়ে ছিঁড়ে নিল এক ব্যক্তি। অহমদাবাদের ঘটনা।
প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে চান্দখেদা থানায় এফআয়আর দায়ের করেছেন ২৪ বছরের মঞ্জু পারমার।
অভিযোগে তিনি লিখেছেন, তিনি রাজস্থানের উদয়পুরের একটি গ্রামের বাসিন্দা। ২ বছর ধরে কথা বলছেন না প্রাক্তন প্রেমিকা। রাগে তার নাক কামড়ে ছিঁড়ে নিল এক ব্যক্তি।
প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে চান্দখেদা থানায় এফআয়আর দায়ের করেছেন ২৪ বছরের মঞ্জু পারমার। অভিযোগে তিনি লিখেছেন, তিনি রাজস্থানের উদয়পুরের একটি গ্রামের বাসিন্দা। তার গ্রামে কেশবলাল বোদাট নামে একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর কেশবলালের সঙ্গে কথা বন্ধ করে ২ বছর আগে চান্দখেদায় বোনের বাড়িতে এসে থাকতে শুরু করেন মঞ্জু। সেখানে দিনমজুরের কাজ করেন তিনি।
যে নির্মাণ সাইটে মঞ্জু কাজ করেন, সেখানেই কাজ করেন কেশবলালের বন্ধু দীনেশ। তিনিই মঞ্জুর কথা তার প্রাক্তন প্রেমিককে বলেন। গত সপ্তাহে ওই এলাকায় যায় কেশব। ১২ এপ্রিল শৌচালয় থেকে ফেরার সময় আচমকাই মঞ্জুর সামনে এসে দাঁড়ায় কেশব। তার সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চায় না বলে জানিয়ে দেন মঞ্জু। এ কথা শুনে রেগে লাল হয়ে মঞ্জুর নাকে কামড়ে দেয় কেশব। চিত্কার শুনে ছুটে গিয়ে মঞ্জুকে হাসপাতালে নিয়ে যান অন্যান্য শ্রমিকরা। কেশব সুযোগ বুঝে পালিয়ে যায়।