Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোদিকে হটাতে পাকিস্তানের দারস্ত কংগ্রেস নেতারা: নির্মলা সীতারামন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যকে বিরোধী দল কংগ্রেসের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন নির্মলা সীতারামন। তিনি বলেন, কংগ্রেস নেতারা মোদিকে হটাতে পাকিস্তানের দারস্ত হয়েছেন।

ইমরান খান বলেছিলেন, ভারতের নির্বাচনে যদি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়, তবে কাশ্মীর সংকট সমাধানে শান্তি আলোচনা শুরু করতে ভালো সুযোগ তৈরি হবে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আমি জানি না কেন এ ধরনের বিবৃতি দেয়া হয়েছে। এ দেশে কংগ্রেসের অনেক প্রখ্যাত রাজনীতিবিদ রয়েছেন, যারা প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানে যাতায়াত করেন। তারা পাকিস্তানে গিয়ে বলেন, মোদিকে উৎখাতে আমাদের সহায়তা করুন।

নির্মলা সীতারামন আরও বলেন,  ইমরান খানের এ বিবৃতি কংগ্রেসের পরিকল্পনা  পাতা  হলে আমি বিস্মিত।

এদিকে ভারত চলতি মাসেই পাকিস্তানে হামলা করতে যাচ্ছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশির মন্তব্য সম্পর্কে জানতে চাইলে নির্মলা সীতারামন বলেন, আমি জানি না, তিনি এমন তথ্য কোথায় পেয়েছেন। তার এ দাবিতে আমি খুব মজা পেয়েছি।

Bootstrap Image Preview