Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৪:২৩ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৪:২৩ PM

bdmorning Image Preview


মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে মাগুরা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে বিশ্বনবী মর্যাদা রক্ষা ও নাস্তিক মুরতাদ প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কটুক্তিকারী যুবক নড়াইলের রাজ কুমারের ফাঁসি দাবি করেন। শহরের নোমানী ময়দানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাগুরার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ অংশ নেয়। যাদের মধ্যে ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী। সকাল ৯টা থেকে বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ মানুষ প্রতিবাদ মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মুফতি জিহাদুল ইসলাম, মুফতি গোলাম রহমান, মুফতি মুস্তফা কামাল, মওলানা মনিরুল ইসলাম, মওলানা শাহ সাইফুল্লাহ, মওলানা এবিএম মাহফুজুর রহমান, মওলানা ইমদাদুল্লাহ, মওলানা কাজী জাভেদ, মুফতি রইচ উদ্দিন, আরাফাত হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া আরাফাত হোসেনসহ অন্যরা জানান, নড়াইল জেলার হবখালী এলাকার রাজ কুমার নামে এক যুবক তার ফেসবুকে মহানবীকে নিয়ে নানা কটুক্তি করেছে। যার প্রতিবাদে তারা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

Bootstrap Image Preview