Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে বড় ধরনের হামলার আশঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আগামী ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদ দেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ভারতের নিরাপত্তা বাহিনী।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন বুধবার এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে ভারতের জাতীয় নির্বাচন শুরু হলেও দেশটির গোয়েন্দা বাহিনী ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে। এপ্রিলের শেষ সপ্তাহ নাগাদ সন্ত্রাসীরা এ হামলা চালাতে পারে।

এসব হামলায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও বেসামরিক নাগরিকদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে। এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

এপ্রিলের শুরু থেকেই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা নিজেদের অবস্থান জানান দিতে চেয়েছিল দাবি করে ওই প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম সপ্তাহে জম্মুতে একটি বড় হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তা সফল হয়নি। এরপর ১৪ এপ্রিল শ্রীনগরে একটি হামলাচেষ্টা ব্যর্থ করা হয়। তাই এখন মাসের শেষের দিকে হামলার আশঙ্কা করছেন তারা।

Bootstrap Image Preview