Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিশু বলাৎকারের দায়ে যুবককে বেঁধে নির্যাতন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের শৈলকুপায় ৭ বছরের শিশু বলাৎকার করার অভিযোগে রাজু নামের এক যুবককে চুল কেটে জুতার মালা গলায় দিয়ে ঘুরিয়েছে গ্রামবাসী। পরে তাকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে পৌরসভার শ্যামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

শিশুটির বাবা দুদু মিয়া জানান, মঙ্গলবার দুপুরে শ্যামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বখাটে ছেলে রাজু তার ৭ বছরের শিশুপুত্রকে ফুসলিয়ে নিকটবর্তী মাঠে নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে রক্তাক্ত করে। স্থানীয়রা অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে রাজুকে আটক করে গণধোলাইসহ মাথার চুল কেটে বেঁধে রাখে। বখাটে রাজু’র বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানিয়েছেন, মোবাইল ফোনে বিষয়টি তিনি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview