Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সমাবেশের ডাক দিলো ৩৫ আন্দোলনকারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১০:৩৩ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview


আগামী ২০ এপ্রিল বিকাল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক বৃহত্তর সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে ঢাকাসহ দেশের প্রায় সব জেলার ৩৫ প্রত্যাশীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

আজ বুধবার এক সাধারণ সভার আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (কেন্দ্রীয় কমিটি)। সভায় কমিটির আহ্বায়ক ও সব যুগ্ম-আহ্বায়কদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

সারাদেশের ৩৫ প্রত্যাশীদের ২০ এপ্রিলের সমাবেশে সবান্ধব উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সভায় সংগঠনের বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। ইতোমধ্যে ঢাকাসহ সারাদেশেই ২০ এপ্রিলের প্রচারণার কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, আগামী মে মাস থেকে রমজান শুরু হবে তাই রোজার আগে এটাই তাদের শেষ কর্মসূচি। ২৪ এপ্রিল থেকে যে স্বল্প মেয়াদী সংসদ অধিবেশন বসবে সেই অধিবেশনেই ৩৫ বাস্তবায়নের জন্য প্রস্তাব পাশ করে ৩০ এপ্রিলের মধ্যেই সরকার ৩৫ বাস্তবায়ন করে দিবে এবং গেজেট আকারে প্রকাশ করবে বলে আশা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতারা। যদি এই সময়ের মধ্যে বাস্তবায়ন না করা হয় তাহলে রমজানের পর সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান।

Bootstrap Image Preview