Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর গায়ের রং কালো হওয়ায় জীবন্ত পুড়িয়ে মারলো স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১০:০৭ AM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ১০:০৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


স্বামীর গায়ের রং কালো বলে ঘুমন্ত স্বামীর গায়ে আগুন ধরিয়ে তাকে জ্যন্ত পুড়িয়ে মারল স্ত্রী। স্বামী কালো হওয়ার কারণে তাকে অপছন্দ করতেন স্ত্রী প্রেম শ্রী। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) এই নির্মম ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরেলিতে ৷

সত্যবীরের ভাই হরবীর সিং পুলিশকে বলেন, দাদার কালো রংয়ের জন্য তার বৌদি কোনওদিনই দাদাকে পছন্দ করতেন না ৷ সারাক্ষণই এ নিয়ে ঝাগড়া লেগেই থাকত ৷ তাই বলে নিজের স্বামীকে আগুনে পুড়িয়ে মারবেন এমনটা কেউ ভাবতেও পারেনি ৷ এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে প্রথমে ভারতীয় দণ্ডবিধি ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। পরে আগুনে দগ্ধ সত্যবীরের মৃত্যু হলে সেটি পরিবর্তন করে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।

বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির ৷ তাদের একটি পাঁচ মাসের মেয়েও রয়েছে ৷

Bootstrap Image Preview