Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে ধূলিঝড়ে ২ দিনে ৬৪ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০১:১২ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ধূলিঝড়, বজ্রপাত, গাছ পড়ে ও বিদ্যুতায়িত হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ৪৮ ঘণ্টায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই রাজস্থান ও মধ্যপ্রদেশের বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।

সোমবার (১৫ এপ্রিল) থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়া বুধবার (১৭ এপ্রিল) দিনভর অব্যাহত থাকার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। আবহাওয়া বৈরী হওয়ায় বাতিল করা হয়েছে বিভিন্ন রাজ্যের ফ্লাইট।

দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, বেশিরভাগই মানুষ  মারা গেছেন বজ্রপাত, ঝড়ে গাছ পড়ে ও বিদ্যুতায়িত হয়ে। এর মধ্যে রাজস্থানে ২৫ জন, মধ্যপ্রদেশে ২১ জন, গুজরাটে ১০ জন নিহতের খবর পাওয়া গেছে।

এছাড়া ঝড়ে ফলস নষ্ট, প্রচণ্ড বৃষ্টির সঙ্গে শিলা পড়ার খবর জানা গেছে মধ্যপ্রদেশ, পাঞ্জাবসহ আশপাশের এলাকা থেকে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গুজরাটে এতো সংখ্যক মানুষের মৃত্যুর খবরে শোক জানিয়ে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুদানের ঘোষণা দিয়েছেন।

আবর সাগরের আর্দ্রতার সঙ্গে পূর্ব বঙ্গোপসাগরের ঢেউয়ের সংঘর্ষের ফলে প্রকৃতিতে এ অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। একইসঙ্গে দ্রুতই আবহাওয়ার উন্নতির ইঙ্গিতও দেওয়া হয়েছে।

 

Bootstrap Image Preview