Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাইওয়ানে ৬.১ মাত্রার ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


তাইওয়ানের উপকূলীয় শহর হুয়ালিয়েনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পনের রিখটার স্কিলে মাত্রা ছিলো ৬ দশমিক ১। 

 বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের আঘাতে হুয়ালিয়েন শহরের ঘরবাড়ি কাঁপছিলো। এসময় স্কুলভবনগুলো থেকে শিশুদের দ্রুত সরিয়ে আনা হয়। ভূমিকম্পের আঁচ এসে লেগেছিলো রাজধানী তাইপেতেও। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিলো শহরের সাবওয়ে সার্ভিস।

সে দেশের আবহাওয়া কর্মকর্তারা বলছেন, চলতি বছর তাইওয়ানে এটিই সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা।

সেন্ট্রাল ওয়েদার ব্যুরো বলছে, ভূগর্ভে এর গভীরতা ছিলো ১৮ কিলোমিটার।

সূত্র: রয়টার্স

Bootstrap Image Preview