Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বক্তৃতার মাঝে বিজেপির মুখপাত্রকে জুতা নিক্ষেপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের দিল্লিতে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় কার্যালয়েই দলের নেতাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দলের কর্মীরা জুতো নিক্ষেপকারী ব্যক্তিকে ধরে ফেললেও কয়েক মিনিটের জন্য সভায় তুমুল হইচই শুরু হয়ে যায়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন দলের সাংসদ ও মুখপাত্র জিভিএল নরসিংহ রাও। 

যেখানে দেশে হিন্দুদের বদনামে তিনি কংগ্রেসকেই দায়ী করেন। প্রজ্ঞা সিং ঠাকুরের প্রসঙ্গে তুলে তিনি কংগ্রেসকে নিশানা করেন। সেই সময়েই তার সামনে দিয়ে একটি জুতো উড়ে আসে। সেটি মাইক্রোফোনের সামনে দিয়ে গিয়ে তার পাশে পড়ে।

আচমকা ওই ঘটনায় সাংবাদিক সম্মেলনে হাজির লোকজন কিছুটা হতচকিত হয়ে পড়েন। এর মধ্যেই জুতো নিক্ষোপকারী ব্যক্তিকে ধরে ফেলেন কর্মকর্তারা। তাকে সেখান থেকে বাইরে নিয়ে যান। ওই ব্যক্তির পরিচয় এখন জানা যায়নি। তবে তিনি নিজেকে চিকিত্সক বলেই দাবি করেন। খবর-জি নিউজ।

Bootstrap Image Preview