Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় ভোট কারচুপি’র অভিযোগে মামলা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


মাগুরা সদর উপজেলা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট পুন:গণনা ও বাতিলের দাবিতে মাগুরার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা আজ বৃহস্পতিবার এ মামলাটি করেছেন।

মামলার বিবাদী করা হয়েছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, বিজয়ী চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ ৭ জনকে বিবাদী করা হয়েছে।

মামলায় বাদী এ্যাডভোকেট সুজা আবেদন জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে অবৈধ ব্যালটে সদর উপজেলার চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী আবু নাসির বাবলুকে বিজয়ী করা হয়েছে। একারণে তিনি গণনাকৃত ব্যালটসহ সমস্ত নির্বাচনী প্রমানাদি পুনঃনিরীক্ষার আবেদনকরত নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছেন।

বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু জানান, বাদির অভিযোগের প্রেক্ষিতে মাগুরার নির্বাচনী ট্রাইব্যুনাল, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক ব্যবহৃত, অব্যবহৃত ব্যালট পেপারসহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় সরঞ্জামাদি আগামী ২১ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

Bootstrap Image Preview