Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে ৩৫ লাখ টাকার ভারতীয় ডেক্রন ট্যাবলেট উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে সোয়া লক্ষ্য পিস গরু মোটাতাজাকরণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ডেক্রন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। যার সিজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে কয়া ক্যাম্প কমান্ডার মকলেছুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় ক্যাম্পে দ্বায়িত্বরত গোয়েন্দা সদস্যদের মাধ্যমে জানা যায়- কয়েকজন চোরাকারবারি উদ্ধারকৃত ট্যাবলেটগুলো ভারত থেকে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচার করছে।

এ সময় চেচঁড়া সীমান্তে ক্যাম্পের টহলদলের সদস্যরা অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্যাবলেটগুলো ফেলে পাচারকারিরা পালিয়ে যায় বলে জানান তিনি।

Bootstrap Image Preview