Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চোরাই পাথরসহ ট্রলিচালক আটক

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৭:২৫ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি বোঝাই চোরাই পাথরসহ চালক সুজন হাওলাদারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক নয়টায় উপজেলার ধানখালী এলাকা থেকে চালক সুজনকে ট্রলিসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় আজাদ গাজীসহ তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে।

জানা গেছে, নির্মাণাধীন বিদ্যুৎ কোম্পানি আরপিসিএল এর সরবরাহকৃত এস আলম ট্রেডার্সের পাথর চুরি করে অন্যত্র বিক্রির চেষ্টা চলছিল।

স্থানীয়রা জানায়, কলাপাড়ার একটি সংঘবদ্ধ চক্র ধানখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের রড, পাথর, ইট, খোয়াসহ বিভিন্ন মালামাল চুরি করে কোটিপতি বনে যাওয়ার মিশনে ব্যস্ত রয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview