Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লোকসভা নির্বাচন: দ্বিতীয় দফায় ভোট পড়ল ৬৮ শতাংশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১১:০৩ AM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১১:০৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গতকাল (বৃহস্পতিবার) ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সবমিলিয়ে ভোট পড়েছে ৬৭.৮৪ শতাংশ। 

দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, দ্বিতীয় দফায় ভারতে ১১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৯৫ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দফায় সবমিলিয়ে ভোটের হার ছিল ৬৭.৮৪ শতাংশ। তবে কমিশনের ধারণা, ভোটের হার আরও কিছুটা বাড়তে পারে।

এদিন দ্বিতীয় দফায় দেশের ১৫.৫২ কোটি ভোটারের জন্য ১.৭৮ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্রের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে ১৫৯৬ জন প্রার্থীর।

২০১৪ সালে দ্বিতীয় দফার এই কেন্দ্রগুলিতে ভোটের হার ছিল ৬৯.৬২ শতাংশ। গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ৯১টি নির্বাচনী কেন্দ্রে ভোট পড়ে ৬৯.৪৩ শতাংশ।

প্রসঙ্গত,ভারতে লোকসভা নির্বাচনে আরো পাঁচ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।

 

Bootstrap Image Preview