এবার ভরা সভায় কংগ্রেস নেতার ওপর হামলা চালিয়েছে এক ব্যক্তি। মঞ্চে উঠে হার্দিক প্যাটেল নামের এক কংগ্রেস নেতাকে থাপ্পড় মারেন ওই ব্যক্তি। ইতিমধ্যে ওই ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় কংগ্রেস আয়োজিত জন আক্রোশ সভায় এই ঘটনা ঘটে।
জানা যায়, গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় কংগ্রেস আয়োজন করেছিল ‘জন আক্রোশ সভা’। মঞ্চে বক্তব্য রাখছিলেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি উঠে এসে থাপ্পড় মারেন হার্দিককে।
এর আগে গত বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সাংসদকে লক্ষ করে জুতা ছোঁড়া হয়।
এই বিষয়ে সুরেন্দ্রনগরের এসপি মহেন্দ্র বাগাদিয়া বলেন, আমরা এ ঘটনার তদন্ত করছি, কেন ওই ব্যক্তি এমন ঘটনা ঘটালো।
প্রসঙ্গত, ভারতে লোকসভা নির্বাচনে আরো পাঁচ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।