Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে যৌতুক দাবি করায় স্বামীর কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


ঝালকাঠিতে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবির মামলায় স্বামী নয়ন মীরের এক বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম রুবাইয়া আমেনা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নয়ন নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের নাসির মীরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, কুশঙ্গল গ্রামের বাড়িতে স্ত্রী জাকিয়া বেগমের কাছে যৌতুকের দুই লাখ টাকা দাবি করেন স্বামী নয়ন মীর। টাকা না দেয়ায় বিভিন্ন সময় তাকে শারীরিক নির্যাতন করা হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ২৪ জুলাই আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা করেন স্ত্রী জাকিয়া বেগম। আদালত চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

Bootstrap Image Preview