Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুসলিম হয়েও ভোটের জন্য মন্দিরে পূজা দিলেন অভিনেত্রী নুসরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:৪০ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:৪০ PM

bdmorning Image Preview


ভারতের উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা এলাকার স্বরূপনগরে ভোট প্রচারে গিয়ে লোকনাথ মন্দিরে পূজা দিলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

কচুয়ার লোকনাথ মন্দিরে পূজা দিয়ে নায়িকা বলেন, ঈশ্বর এক ও মহান। আমি ধর্মের ভেদাভেদ মানি না। আমি মুসলিম পরিবারের মেয়ে হয়েও, কোরআন পড়েছি, গীতা পড়েছি, বাইবেলও পড়েছি।

নুসরতের ভোট প্রচারের ছবি সোশাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়। নুসরতকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার পর অনেকে বিষয়টি নিয়ে সমালোচনাও করেছে।

একজন মুসলমান হয়ে কীভাবে এ কাজটি করতে পারলেন সে বিষয়ে কলকাতার মুসলিমদের অনেকেই প্রশ্ন তুলেছেন। সেসব প্রশ্নকারীর সঙ্গে সহমত জানিয়েছেন অনেক সনাতনী ধর্মাবলম্বীও।

অনেককেই লিখতে দেখা গেছে, কচুয়ার হিন্দু ভোটারদের টানতে নিজের ধর্ম বিসর্জন দিলেন নুসরাত।

কিন্তু তাকে গুরুত্ব দিতে চাননি নুসরাত। ‘যে রাঁধে সে চুলও বাঁধে’ এই রকম অনেক মন্তব্য 

Bootstrap Image Preview