Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদ্রিদে উত্তর কোরিয়ার দূতাবাসে হামলা, মার্কিন নাবিক গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০১:১১ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০১:১১ PM

bdmorning Image Preview


মাদ্রিদে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসে হামলা চালানো একটি গ্রুপের সদস্য সাবেক এক মার্কিন নাবিককে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ।

গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কয়েক দিন আগে এ হামলা চালানো হয়। ওই ঘটনায় এই প্রথম ক্রিস্টোফার আন নামে ওই মার্কিন নাবিককে গ্রেফতার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারিতে স্পেনে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসে ১০ জন মুখোশধারী উত্তর কোরিয়ার দূতাবাসে ‘ভূয়া’ অস্ত্র নিয়ে প্রবেশ করে। সেখানে থাকা দূতাবাস কর্মীদের বেঁধে মারধর এবং জিজ্ঞাসাবাদ করে।

হামলার ঘটনায় অভিযুক্তরা নিজেদের ‘উত্তর কোরিয়া মুক্ত করার জন্য মানবাধিকার আন্দোলনের সদস্য’ বলে দাবি করে। ‘ফ্রি জোসেও’ নামে স্বঘোষিত মানবাধিকার গ্রুপটি আগে চেওলিমা সিভিল ডিফেন্স নামে পরিচিত ছিল। গ্রুপটি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের উৎখাত চায়। এই গ্রুপের সদস্যদের দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়েছিল।

হামলার সময় গ্রুপটি ওই দূতাবাসের কম্পিউটার, ফোন এবং হার্ডডিস্ক নিয়ে যায়, যার মাধ্যমে তথ্যগুলো যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে পাঠানো হয়। সেময় এ হমালার ঘটনাকে উত্তর কোরিয়া সন্ত্রাসী হামলা বলে দাবি করে।

‘ফ্রি জোসেও’ স্বঘোষিত মানবাধিকার গ্রুপের একজন সদস্য গ্রেপ্তার ক্রিস্টোফার আন। যাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালতে হাজির করা হবে। এদিকে এক বিবৃতিতে গ্রেপ্তার ক্রিস্টোফার জানায়, ‘গ্রেপ্তারি পরোয়ানায় মৃত্যুদণ্ড কার্যকর করায় ‘‘হতাশ’’ হয়েছিলাম।

অন্যদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই গ্রুপের একজন নেতা যিনি অ্যাড্রিয়ান হং অ্যাপার্টমেন্টে হামলায় অভিযুক্ত, তাকেও ওই আদালতে হাজির করবে মার্কিন ফেডারেল এজেন্ট।

Bootstrap Image Preview