Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলায় নিহত ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের মিনাটিটলান শহরের বারে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির পক্ষ থেকে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।

ভেরাক্রুজ রাজ্যের এক মুখপাত্র বলেন, অজ্ঞাত এক বন্দুকধারী শুক্রবার রাতে ওই বারে এক ব্যক্তির খোঁজে আসে। এসময় অতর্কিতে হামলা চালায় সে। হামলায় ৫ জন নারী, ১ শিশু ও ৭ জন ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া হামলায় আরো ৪ জন আহত হয়েছে।

ওই রাজ্যের মুখপাত্র আরও বলেন, এই হামলার কারণ এখনো জানা যায়নি।

ভেরাক্রুজ রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার প্রধান হুগো গুতিরেজ এক টুইট বার্তায় বলেন, ওই হামলাকারীকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

Bootstrap Image Preview