Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুগদায় একই বাসায় দু’দফা অভিযানে ৩৫ শ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুগদা থানা পুলিশ দু’দফার বিশেষ অভিযানে একই বাসা হতে ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এবিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সূত্র হতে জানা যায়, ১৯ এপ্রিল বিকাল ৫ টার দিকে  মুগদা থানার আওতাধীন মানিকনগর ওয়াসা রোডের সালামত উল্লাহ গলির একটি বাসায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ মো.আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

আর এর পর পরই রাজধানীর মুগদা থানাধীন সালামত উল্লাহ গলির অভিযুক্তের বাসায় পুনরায় তল্লাশী অভিযান চালায় থানা কর্তৃপক্ষ। এসময়  আরো ২০০০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম সিকদার বলেন, আমাদের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত মো.আব্দুর রহিম আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর ১৯ এপ্রিল নির্দিষ্ট তথ্য উপরে অভিযান চালিয়ে তাঁকে ধরতে সক্ষম হই আমরা।

তিনি আরো বলেন, আটক আসামি মুগদা এলাকা ছাড়াও ঢাকার যাত্রাবাড়ী , রামপুরা, বিজয়নগর এলাকার মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

এ সংক্রান্তে মুগদা থানায় একটি মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview