ডাক্তার নাকি পরামর্শ দিয়েছে, শরীর সুস্থ রাখতে সেক্স করুন। আর এমনই পরামর্শের অযুহাত দিয়ে ২৪ বছরের যুবতীর বাড়িতে ঢুকে পড়ে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভারতের অহমদাবাদের জুহাপুরা এলাকায়। ৪০ বছরের ওই ব্যক্তি ঘরে ঢুকে যুবতীকে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য। বলতে থাকে, 'ডাক্তার আমাকে সেক্স করতে বলেছেন, আমাকে তৃপ্তি দিন, নইলে আমি অসুস্থ হয়ে পড়ব।'
শুক্রবার যুবতী পুলিশের কাছে অভিযোগ জানান, এবং সেখানেই একথা জানিয়েছেন তিনি। নিগৃহীতা আরও বলেছেন, 'আমার স্বামী কাজে গিয়েছিলেন। আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। আচমকাই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমার বাড়িতে ঢুকে পড়ে। বলতে শুরু করে আমি খুব সুন্দরী, আমার মতোই কাউকে বিয়ে করতে চায় সে।'
যুবতীর দাবি, 'এরপরই আমার হাত চেপে ধরে জোর করে আমাকে চুমু খায়। ফের বলে ডাক্তারের কথা না শুনলে সে অসুস্থ হয়ে পড়বে।'
এরপর বারবার আকুতি করলেও মহিলা কিছুতেই রাজি না হওয়ায় বাড়ি থেকে পালিয়ে যায় সে।