Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবরোধকালীন সময় বাতিলের জোর দাবি জেলেদের

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৭:৪২ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৭:৪২ PM

bdmorning Image Preview


নতুন করে আরোপিত ইলিশ মৌসুমের ৬৫ দিনের অবরোধ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় এলাকার ট্রলার মালিক, জেলে ও সংশ্লিস্ট ব্যবসায়ীরা।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মহিপুর-আলীপুর মৎস্য বন্দরের শেখ রাসেল সেতুর এ কর্মসূচিতে আলীপুর-কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতি, মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতি, কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমিতি, কুয়াকাটা-আলীপুর ট্রলার মালিক সমিতি, মহিপুর ফিশিং ট্রলার মালিক সমিতির কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন, আলীপুর-কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা, মহিপুর ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার গাজী, ট্রলার মালিক দিদার উদ্দিন, মৎস্য ব্যবসায়ী দিদার উদ্দিন মাসুম, মহিপুর মৎস্য অড়ৎদার মালিক সমিতির সভাপতি ফজলু গাজী।

নতুন করে আরোপিত এ সময়সীমাকে অভ্যান্তরীণ ও আর্ন্তজাতিক ষড়যন্ত্র উল্লেখ করে বক্তারা বলেন, মৎস্য অধিদফতর ইলিশ মৌসুমে বঙ্গোপসাগরে অবরোধ জারী করলেও ভারতসহ পার্শ্ববর্তী দেশের সমুদ্রের জলসীমায় কোন অবরোধ না থাকায় ওই সকল দেশের জেলেরা সমুদ্রে নির্বিঘ্নে মাছ শিকার করছে। এমনকি বাংলাদেশের জলসীমায় ঢুকেও মাছ শিকার করে নিয়ে যায়। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের জেলেরা।

২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের অবরোধের সংশোধনসহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সমন্বয় করে অবরোধ আরোপ করা হলে দেশের স্বার্থ সংরক্ষিত হবে বলে জনান তারা।

Bootstrap Image Preview