Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেয়েকে ধর্ষণের সময় হাতেনাতে ধরা, বাবাকে পুলিশে দিলেন মা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৭:৪৬ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৭:৪৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


রাজশাহীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পেশায় রিকশাচালক ওই ব্যক্তি দ্বিতীয় স্ত্রী ও তার মেয়েকে নিয়ে নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ভাড়া থাকেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, ওই ব্যক্তির স্ত্রীর আগের স্বামীর দুটি মেয়ে রয়েছে। এর মধ্যে ১৪ বছরের ছোট মেয়েটি তার মায়ের সঙ্গেই থাকে। আর ১৬ বছরের বড় মেয়েটি তার খালার বাড়িতে থাকে। মা-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ওই ব্যক্তি ছোট মেয়েটিকে প্রায়ই ধর্ষণ করেন বলে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তারা বিষয়টি চেপে ছিলেন। তবে শুক্রবার সন্ধ্যায় তিনি হাতেনাতে ধরা পড়েন।

কাউন্সিলর জানান, শুক্রবার বিকালে বড় মেয়েটি তার খালার বাড়ি থেকে মায়ের বাড়িতে যায়। সন্ধ্যায় মেয়েটিকে একা পেয়ে তার সৎ বাবা ছুরি নিয়ে ভয় দেখিয়ে তাকেও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী বাড়ি গিয়ে বিষয়টি দেখে ফেলেন। তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী তাকে আটকান। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে ছুরি জব্দ করেছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের হচ্ছে। মেয়েদের খালু মামলা করছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview