Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শশা গাছের সাথে এ কেমন শত্রুতা!

রফিকুল আলম, ধুনট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৮:২৭ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের ১৪ শতক জমিতে লাগানো উঠতি শশা গাছ কেটে অর্ধলাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার খোকশাহাটা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুর ১২টার দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রাজ্জাক। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ধুনট, সোনাহাটা রাস্তার পাশে খোকশাহাটা গ্রামের আমিনুল ইসলামের ১৪ শতক জমি বন্ধক নিয়েছে একই গ্রামের আব্দুর রাজ্জাক নামে এক কৃষক। কৃষক আব্দুর রাজ্জাক প্রায় দুই মাস আগে ওই জমিতে ৫০০টি শশা গাছের চারা রোপণ করে। বর্তমানে ওই জমির গাছগুলোতে শশা ধরেছে। এ অবস্থায় শুক্রবার রাতে দুর্বৃত্তরা শত্রুতা করে জমির সবগুলো শশা গাছ কেটে ফেলে।

এ বিষয়ে কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আমি একই গ্রামের আমিনুল ইসলামের কাছ থেকে ১৪ শতক জমি বন্ধক নিয়ে শশা আবাদ করেছি। ক্ষেতে আবাদ করতে এ পর্যন্ত আমার প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এ অবস্থায় কে বা কারা আমার ক্ষেতের সবগুলো শশা গাছ কেটে ক্ষতি করেছে। 

ধুনট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জব্বার বলেন, কৃষকের ক্ষেতের শশা গাছ কাটার অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview