Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে বিআরটিসি বাসের সেবা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১০:০৮ AM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১০:০৮ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাসের সেবা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। 

শনিবার বিকেলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত এক বছর আগে সামাজিক সংগঠন গুলোসহ এলাকাবাসী বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছিল।   ওই কর্মসূচির পর ভুলতা-কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস সার্ভিস চালু করে। চালু করার পর থেকেই বাস সার্ভিসের লোকজন যাত্রীদের নানা রকম হয়রানি করছে। প্রতিবাদ করলেই মারধরের ঘটনা ঘটিয়ে আসছে। তাই তারা ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

৭ দফা দাবিগুলো হলো, বিআরটিসি গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে, সরকারী নির্ধারিত ভাড়া আদায়, স্টাফ ও কাউন্টারের লোকজনের ভালো আচরণ, নারী ও প্রতিবন্ধীদের আসন সংখ্যা বৃদ্ধি, কাঞ্চন ব্রীজ থেকে মতিঝিল পর্যন্ত নতুন বাস সার্ভিস চালু, এসি বাসের নামে ধোকাবাজি বন্ধ করা, অন্যান্য কোম্পানির নতুন বাস সার্ভিস চালু।

মানববন্ধনে যারা বক্তব্যে রাখেন, সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোক্তার হোসেন, রাসেল ফকির, পারভেজ ফকির, মাসুম মিয়া, আসাদুল্লাহ, রমজান, আতিকুল, শরীফ মালুম, জিন্নাত জাহান, ফেরদৌসি, অলিউল্লাহ মীর, আমিনুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview