Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের কমনরুম হস্তান্তর

মোঃ জুনায়েদ, ক্যাম্পাস প্রতিনিধিঃ  
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview


নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নানা জটিলতা ও ঝামেলার পর কর্তৃপক্ষ অবশেষে ছাত্রছাত্রীদের মাঝে কমনরুম হস্তান্তর করেন।

শনিবার (২০ এপ্রিল) নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ কমনরুম ছাত্র-ছাত্রীদের মাঝে হস্তান্তর করেন।

দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী একটি কমনরুমের আবদার জানিয়ে আসছিলেন। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে কর্তৃপক্ষ কমনরুম দিতে অপারগ প্রকাশ করছিলেন। অবশেষে নর্দান মেডিকেল কলেজ ছাত্রলীগের হস্তক্ষেপে কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের মাঝে কমনরুম উন্মুক্ত করে দেন।

প্রাথমিকভাবে কমনরুমে একটি ক্যারাম বোর্ড ও একটি টেবিল টেনিস বোর্ড দেওয়া হয়। পরবর্তীতে  আস্তে আস্তে আরও একটি ক্যারাম বোর্ড ও অন্যান্য খেলার সামগ্রী, চেয়ার, টেবিল সংযুক্ত করা হবে বলে অফিস থেকে জানানো হয়। এখনও কমনরুমের মেরামতের কাজ চলছে।

এ ব্যাপারে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাধারণ ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল কমনরুম। সারাদিন পড়াশোনা, ডিউটি করার পর আমাদেরও তো একটু ইচ্ছা করে বিশ্রাম বা খেলাধুলা করার। তাই সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির সাথে আমরাও একাত্মতা প্রকাশ করে কর্তৃপক্ষের কাছে দাবি জানাই এবং শনিবার (২০ এপ্রিল) তা ফলপ্রসূ হয়। সাধারণ ছাত্রছাত্রীদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা ছাত্রলীগ সব সময় সাথে ছিলাম, আছি এবং থাকবো।

এদিকে নর্দান মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নাসিম হায়দার নোমান বলেন, এ আনন্দ আমাদের সকলের, আমাদের সকল ছাত্র-ছাত্রীর। তারা আমাদের সাথে ছিল বলেই আমাদের দাবি ফলপ্রসূ হয়।

Bootstrap Image Preview