Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় এমপিওভুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধায় নন এমপিওভুক্ত কলেজগুলোকে এমপিওভুক্ত করার দাবি ও শিক্ষক কল্যাণ ফান্ড থেকে ১০% কর্তনের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কলেজ শিক্ষকরা।

রবিবার (২১ এপ্রিল) সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুর এ এলাহী বকুল, হাতীবান্ধা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, সম্পাদক আব্দুস সালাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষকবৃন্দ হাতীবান্ধার ইউএনও সামিউল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন।

Bootstrap Image Preview