Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শেরপুুরে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০১:৫৫ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview


নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০এপ্রিল) সকালে উপজেলার সীমাবাড়ী বাজার এলাকায় এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার আলোকিত বগুড়া সীমাবাড়ী ইউনিয়ন শাখা ও সীমাবাড়ী শিক্ষক কল্যাণ সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আশরাফ উদ্দিন সরকার মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মুনছুর রহমান আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান. আলোকিত বগুড়া সীমাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক সহ সুপার কাজী মুহাম্মাদ আলমগীর হোসেন, মুক্ত জীবনের সাধারণ সম্পাদক ডা.খোরশেদ আলম, ডা. আলাল, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বক্তারা, মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

Bootstrap Image Preview