Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহাখালীতে অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৩:৩৭ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর মহাখালী থেকে অজ্ঞান ও মলম পার্টির ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চেতনা নাশক ঔষধ মিশ্রিত খেজুর, ২ কৌটা শক্তি বর্ধক হালুয়া ও চেতনা নাশক ঔষধ Milam 7.5 mg ৫০টি ট্যাবলেট উদ্ধার করা হয়। 

শনিবার (২০ এপ্রিল) ঢাকা মহানগরীর শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মো. জাহাঙ্গীর মোল্লা (৩৫), মো. শাহআলাম (৪৮), মো. মামুন আকন্দ (৩৮), মনসুর আলম, পিন্ট ওরফে মিন্টু (৪৫), মিজানুর রহমান (৪২) ও আবুল হোসেন (৪২)।

ডিবি সূত্র থেকে জানা গেছে, গ্রেফতারকৃতরা ঢাকা মহানগর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে নিজেরা যাত্রী বেশে ভ্রমন করে এবং ভ্রমনরত যাত্রীদের অজ্ঞান করে ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview