Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনুশীলন ক্যাম্পে উপস্থিত থাকবে না মাশরাফির স্কোয়াডে থাকা অনেক খেলোয়াড় !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview


আসন্ন আয়ারল্যান্ড সিরিজ ও ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে আগামীকাল থেকে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। কিন্তু প্রথম ক্যাম্পে থাকতে পারবে না স্কোয়াডে থাকা অনেক খেলোয়াড়ই।

ঢাকা প্রিমিয়ার লিগ এখনো শেষ হয়নি। আগামী ২৩ তারিখ শেষ হবে এই ঘরোয়া টুর্নামেন্ট। এরপর এক দুই দিনের ছুটিতে যাবে খেলোয়াড়রা। তাই ২২ তারিখ শুরু হতে যাওয়া অনুশীলন ক্যাম্পে স্কোয়াডে থাকা অনেক খেলোয়াড়ই থাকবেন না।

আগামীকাল অনুশীলন ক্যাম্পে স্কোয়াডের সব ক্রিকেটার  থাকবে কি না জানতে চাওয়া হয় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে। 

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এই মুহূর্তে বলা মুশকিল কিন্তু প্রিমিয়ার লীগ শেষ হবে ২৩ তারিখ। সেই হিসেবে কোচেরও প্ল্যান একটু চেঞ্জ করেছে। ২৮-২৯ তারিখে পুরো দল এক সাথে প্র্যাকটিস করবে। প্রিমিয়ার লীগ শেষ করার পর এক দুই দিনের রেস্টের ব্যাপার আছে। কোচ ওইভাবে প্ল্যান করছে। কাল রেস্ট অব দ্য প্লেয়ার যারা খেলি নি ওরা প্র্যাকটিস করবে। ২৩ তারিখেও ওরা প্র্যাকটিস করবে। প্ল্যানটা কোচের, আমার পক্ষে আসলে বলা মুশকিল।'

এদিকে ইনজুরিতে পড়েছেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা আবু জায়েদ রাহী। তবে তাঁর ইনজুরির বর্তমান কি অবস্থা সেই বিষয়ে এখনো কোন ঘোষণা দেইয়নি বিসিবি। তাই রাহীর ইনজুরি কতটা গুরুতর জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক আরও বলেন, রাহির তো মেজর কিছু না।' 

Bootstrap Image Preview