Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাবারের প্লেট হাতে নিয়ে বিস্ফোরণ ঘটায় হামলাকারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


হাতে প্লেট নিয়ে কলম্বোর দ্য সিনামন গ্র্যান্ড হোটেলের রেস্তারায় সকালের নাস্তার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করেছিল আজম নামের এক হামলাকারি। ক্রমশ ওই হামলাকারি পৌঁছায় লাইনের সামনে। এক পর্যায়ে রেস্তারার কর্মী যখন তার প্লেটে খাবার তুলে দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে নিজের পিঠে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় ওই হামলাকারি।

ওই হোটেলের রেকর্ড বলছে, ওই হামলাকারি অভিজাত হোটেলে চেক-ইন করেছিল মোহাম্মদ আজম  নামে। চেক-ইনে লিখেছিল, ব্যবসার কাজে এসেছে সে। এছাড়া যে ঠিকানা দিয়েছিল তা ভুয়া বলে জানতে পেরেছেন হোটেল কর্তৃপক্ষ।

সিনামন গ্র্যান্ডের ‘ট্যাপ্রোবেন রেস্তারা'র এক ম্যানেজার নাম গোপন রাখার শর্তে সংবাদ সংস্থা এএফপি'কে  জানায়, আজমই ওই আত্মঘাতী জঙ্গি। সে শ্রীলঙ্কার নাগরিক। তবে আজম ওই হামলাকারির ছদ্মনাম কি না, তা এখনও জানা যায়নি। ইস্টারের সানডে উপলক্ষে সকাল সাড়ে ৮টা নাগাদ প্রচুর ভিড় ছিল ওই হোটেলের রেস্তারাটি। অনেকেই সপরিবারে এসেছিলেন সেখানে।

ওই হোটেলের ম্যানেজারের ভাষায়, বুফের লাইনে দাঁড়িয়েছিল হামলাকারি। আমাদের যে ম্যানেজার অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন, তিনি বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান।

এদিকে, এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলাকারির শরীরও বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে।

প্রসঙ্গত, রবিবার দেশটিতে ওই হোটেল ছাড়াও আরো দুইটি হোটেল ও তিনটি চার্চে বিস্ফোরণ ঘটায় হামলাকারিরা। এতে এখন পর্যন্ত ২৯০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো পাঁচ শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Bootstrap Image Preview