Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের হামলা হতে পারে শ্রীলঙ্কায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শ্রীলঙ্কায় ফের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র। এ নিয়ে একটি সতর্কবার্তাও জারি করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।

মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা সতর্কবার্তা বলা হয়েছে, কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই পর্যটন এলাকা, ধর্মীয় স্থাপনা, গণপরিবহন, মার্কেট কিংবা শপিং মল, হোটেল, বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য জনবহুল এলাকায় যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে।

পররাষ্ট্র দফতরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, যারা এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন অথবা দেশটিতে ভ্রমণে যাচ্ছেন তাদেরকে মার্কিন পররাষ্ট্র দফতরের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামের (এসটিইপি) সাথে সংশ্লিষ্ট থাকতে বলা হচ্ছে। সেখান থেকে নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেয়া হবে।

প্রসঙ্গত, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় রবিবার সকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি বোমা বিস্ফোরণের পর বিকেলে আরেকটি হোটেলসহ দু’টি স্থানে হামলা হয়েছে। শ্রীলঙ্কার রাজধানীর কলম্বোয় গির্জা ও অভিজাত হোটেলসহ আটটি স্পটে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০ জনে। আহত হয়েছে ৫ শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি নাগরিক নিহত হয়েছে ৩৫ জন।

Bootstrap Image Preview