শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
এ দিকে নিহতদের মধ্যে ছয় ভারতীয় নাগরিক রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শ্রীলঙ্কায় ধারাবাহিক ওই বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত ছয় ভারতীয় নাগরিকের দুজন কর্নাটক প্রদেশের ধর্মনিরপেক্ষ জনতা দলের (জেডিএস) কর্মী। নিহত দুই কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে টুইট করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী।
রবিবার দিনে শ্রীলংকায় রাজধানী কলম্বোর গির্জা ও পাঁচতারকা হোটেলসহ আটটি স্থানে সিরিজ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ক্রমেই নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে।
হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি। এ ছাড়া ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার সকালে পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা হতাহতের এ তথ্য জানিয়েছেন।
দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। সোমবার পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা এ ঘটনায় ইতোমধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। তবে গ্রেফতারকৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
তিনি জানান, হামলায় নিহতদের মধ্যে ৩০ জন বিদেশিও রয়েছেন। দেশ এবং দেশের জনগণকে নিরাপদ রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করছে বলেও জানান রুয়ান বিজয়বর্ধন। তিনি বলেন, আমাদের বিশ্বাস দুর্ভাগ্যজনক এই সন্ত্রাসী হামলায় জড়িত সব অপরাধীকে যত দ্রুত সম্ভব হেফাজতে নেওয়া হবে। তাদের শনাক্ত করা হয়েছে।
১১ এপ্রিল পুলিশ প্রধান পুজুথ জয়াসুনদারা দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত গোয়েন্দা সতর্কতা পাঠান। এতে বলা হয়, 'একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে, ন্যাশনাল তাওহীদ জামাত (এনটিজে) প্রখ্যাত চার্চ এবং কলম্বোয় ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে।' তবে এখনও পর্যন্ত রবিবারের হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।