Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে দিলেন ছেলে ও স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


ছেলে ও তার স্ত্রীর নির্মম নির্যাতনে প্রাণ হারিয়েছেন ৭৫ বছরের এক বৃদ্ধা।

আজ সোমবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই বৃদ্ধার নাম রোহিনী মণ্ডল। আজ সকালে বেধড়ক মারধরের পর তার মৃতদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বৃদ্ধার ছেলে ও তার স্ত্রী জড়িত। এমনকি খুনের অভিযোগ বৃদ্ধার নাতির বিরুদ্ধেও।

এদিকে সকালে ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছেলে ও নাতি পরিস্থিতি বেগতিক বুঝে আগেই পালিয়ে গিয়েছিল। উত্তেজিত গ্রামবাসীরা ছেলের স্ত্রীকে মারধর করে।

প্রতিবেশীরা জানিয়েছে, বৃদ্ধার একমাত্র ছেলে খোকন মণ্ডল। বহুদিন ধরেই বৃদ্ধার ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার চলছে। আগে বহুবার বাধা দিয়েছেন প্রতিবেশীরা। কিন্তু গতকাল রবিবার রাতে ফের মারধর করা হয় বৃদ্ধাকে। বেধড়ক মারে মৃত্যু হয় তার। খুনের ঘটনাকে আত্মহত্যা প্রমাণ করতেই গাছে ঝুলিয়ে দেওয়া হয় মৃতদেহ।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ছেলের স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

Bootstrap Image Preview