Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শবে বরাতের নামাজ পরে ফেরার পথে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৪:২৭ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৪:২৭ PM

bdmorning Image Preview


রবিবার দিনগত রাতে কুমিল্লায় শহরে ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদে এলাকায় এঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত নাম মোমতাহিন ইসলাম মিরন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার সূত্রে জানা যায়, নিহত মিরন কুমিল্লা সদর উপজেলার ঝাগুরঝুলি বিষ্ণুপুর এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে কুমিল্লা মডার্ন হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের সহপাঠী ও পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের মডার্ন স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বসা নিয়ে মিরনের সহপাঠী আবিরের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী পল্টুর বিরোধ সৃষ্টি হয়। আর ২১ তারিখ রাতে শবে বরাতের নামাজ পরে মিরন ও তার বন্ধু আবির শহরের ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদে থেকে ফেরার পথে  আমিন ও পল্টুর সঙ্গে আবারো বাকবিতণ্ডা বাধে। মিরন ওই বিরোধ থামাতে এগিয়ে গেলে এসময় আমিন ও পল্টুসহ তাদের সহযোগিরা মিরনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview