ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তারা জানায়, সোমবার ভূমিকম্পটি ফিলিপাইনের মাকাতি এলাকায় আঘাত হানে।
ভূমিকম্পের ঘটনায় বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে ভূমিকম্পের পর ওই এলাকার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।